জন দুর্ভোগের আর এক নাম বরনপাড়া-পানখালি ফেরিঘাট

প্রকাশঃ ২০১৯-১০-০২ - ২০:৩৬

দাকোপ, খুলনা : চরম দুর্ভোগের আর এক নাম বরনপাড়া-পানখালি ঝপঝবিয়া আন্তঃ নদী পারাপারে ফেরিঘাট । যুগ যুগ ধরে দাকোপ বটিয়াঘাটার লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগ আর কাটলো না এই নদীতে ব্রীজ না হওয়ায়। সেই ৯৬ সালের সংসদ নির্বাচনের সময় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাকোপ বটিয়াঘাটার ঢেউ খেলানো রাস্তা ও পানখালি নদী পারাপারের দুরাবস্থা দেখে দাকোপের ও পরবর্তীতে খুলনার জনসভায় ঘোষনা দিয়েছিলেন দাকোপ বটিয়াঘাটার রাস্তায় পিচ হবে এবং ঝপঝবিয়া নদীতে সেতু হবে কিন্তু তারপর অনেক বছর কেটে গেল কেউ কথা ঠিক রাখতে পারেনি। নেতারাও এ নদীর ব্রীজ নিয়ে তেমন কোন দিন কখনও জোর দিয়ে কথা বলে না অথচ দাকোপ বটিয়াঘাটাসহ দক্ষিনাঞ্চলের মানুষের চলাচলের প্রধান রুট এটা।সবচেয়ে অবাক বিষয় ২ বছর আগে শুনেছিলাম এবং টিভি,কাগজের পাতায়ও পড়েছিলাম পানখালির ঝবঝবিয়া নদীতে ব্রীজ নির্মানে টেন্ডার হয়েছে বিদেশী ঠিকাদাররা এটা বাস্তবায়ন করবে,এক বছর পরে এলাকাবাসী জানতে পারলো এখানে ব্রীজটি হবে না এটা জনৈক বড় নেতার তদবিরে ব্রিজটি কেটে অন্য জেলায় চলে গেছে । ব্রীজ না হওয়ায় বর্তমানে জোয়ারের সময় হাটু কখনও কষনও কোমর পানি ভেংগে নারীপুরুষের যাতাযাত করতে হয় ।এরপরও কোন নেতার মুখে টু শব্দটি নেই এ নদীর ছোট্ট একটি ব্রীজ নির্মানের কথা ।