জলমা ভূমি অফিসে অতিরিক্ত জেলা প্রশাসকের ঝটিকা অভিযান

প্রকাশঃ ২০২০-০২-০৯ - ১৮:২৪

আজগর হোসেন ছাব্বির : খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জলমায় ইউনিয়ন ভূমি অফিসে আকর্ষিক পরিদর্শনে গিয়ে দেখতে পেলেন সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা আর অনিয়মের চিত্র। তিনি এমন কাজে অসন্তোষ প্রকাশ করে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় শাস্থির নির্দেশ দিলেন।
সর্ব সাধারনের কাছে দেশের সকল ভূমি অফিস এবং ভূমি সংক্রান্ত কাজের সাথে দায়িত্বশীল সরকারী কর্মকর্তা কর্মচারীদের নিয়ে নীতিবাচক প্রচারনার কথা সব মহলে শোনা যায়। বিশেষ করে খুলনা মহানগরীর সন্নিকটে বর্ধিত শহর এলাকায় জমি কেনাবেচার প্রবনতা বেশী থাকায় বটিয়াঘাটাসহ সংশ্লিষ্ট ভূমি অফিস গুলোর কর্মকান্ড নিয়ে বিস্তর অভিযোগের কথা প্রতিনিয়ত শোনা যায়। নানা সমস্যা দেখিয়ে সময় ক্ষেপনের মাধ্যমে নামজারী কেসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ অনেকটা ওপেন সিক্রেট। গতকাল রবিবার খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সরোয়ার আহমেদ সালেহীন জলমা ইউনিয়ন ভূমি অফিসে আকর্ষিক ঝটিকা অভিযানে গিয়ে এমন অনেক অভিযোগের সত্যতা পেয়েছেন। খোজ নিয়ে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে তিনি সেখানে ঝটিকা অভিযানে যায়। প্রাথমিকভাবে কাজের কিছু অনিয়ম দেখে তিনি ব্যাপক তল্লাশী করেন। এ সময় ২১৩ টি অনিষ্পন্ন নামজারী কেস উর্দ্ধার হয়। তিনি ভূমি সহকারী কর্মকর্তার ই মিউটেশন আইডি পরিক্ষা করে প্রায় ২ হাজার নামজারী অনিষ্পন্ন অবস্থায় দেখতে পায়। দায়িত্বে অবহেলার এই চিত্র দেখে তিনি তাৎক্ষনিক ভূমি সহকারী কর্মকর্তা কৃষ্ণপদকে নথি জমে থাকার কারন জানতে চাইলে তিনি বলেন, নথি গুলো পূর্বের কর্মকর্তা রেজাউল করিমের সময়কার। আমি গত ২৩ জানুয়ারী ২০২০ এখানে যোগদান করেছি। এভাবে অভিযানের এক পর্যায়ে বেরিয়ে পড়ে ওই অফিসের আলোচীত অফিস সহায়ক হোসনে আরা লাকীর নানা অনিয়ম দূর্ণীতির চিত্র। তার নামে থাকা বেশ কিছু নামজারী কেসে অর্থ লেনদেনের হিসাব লিপিবদ্ধ ছিল যে গুলি অতিরিক্ত জেলা প্রশাসকের নজরে আসে। এ ব্যাপারে অভিযুক্ত লাকীর কাছে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে ব্যর্থ হয়। সাথে সাথে অতিরিক্ত জেলা প্রশাসক এই কাজের জন্য হোসনে আরা লাকীকে তাৎক্ষনিক ভৎসনাসহ তার বিরুদ্ধে বিভাগীয় শাস্থি মূলক ব্যবস্থা নিতে সহকারী কমিশনার ভূমি বটিয়াঘাটাকে নির্দেশ দেন। সেখানে বিভিন্ন সময় নামজারী কেসে হয়রানীর শিকার ভুক্তভোগীরা এই আকর্ষিক অভিযানকে সাধুবাদ জানিয়ে এই ধারা অব্যহত রাখার আহবান জানিয়েছেন।