জাতীয় শোক দিবসকে শক্তিতে রুপান্তরিত করে সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন: হুইপ পঞ্চানন বিশ্বাস

প্রকাশঃ ২০১৯-০৮-১৫ - ১৫:৪৩

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা: হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নকে বাস্তবে রূপদান দিতে জাতীয় শোক দিবসকে শক্তিতে রুপান্তরিত করে সোনার বাংলা গড়তে তারই যোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল কে সাথে নিয়ে কাজ করে চলেছেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বাংলাদেশ সেনাবাহিনীর এক দল বিপদগামী সেনা সদস্য জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবারে হত্যা করে। তার আর্দশকে লালন করে জননেত্রী শেখ হাসিনাকে উন্নত দেশ গড়তে সকলের সহযোগীর হাত বাড়িয়ে দিতে হবে। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতিয় শোক দিবসের আলোচনা সভায় বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি বক্তৃতায় এই কথা বলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমান এর সভাপত্বিতে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, চঞ্চলা মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) মোঃ দেলোয়ার হোসেন, অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবীর, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন। অবসরপ্রাপ্ত অধ্যাপক মনোরঞ্জন মন্ডলের সঞ্চলনায় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাম চন্দ্র সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিত টিকাদার, সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান,পল্লি উন্নয়ন কর্মকতা সরদার রফিকুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, খাদ্য কর্মকর্তা হাফিজুর রহমান,কৃষি সস্প্রসারণ কর্মকর্তা শামীমা আরা নিপা, সহকারি যুব উন্নয়ন কর্মকতা শিশির কুমার দাস, প্রধান শিক্ষক, অনিল কুমার মন্ডল, আনন্দ মোহন বিশ্বাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর মন্ডল, সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, সাবেক চেয়ারম্যান শিবপদ মন্ডল, সৈনিক লীগের জেলা সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক যথাক্রমে মনিরুজ্জামান, এস,এম ভুট্টো, মহিদুল ইসলাম শাহীন, আহসান কবীর, শাহীন বিশ্বাস, পরিতোষ রায়, বুদ্ধদেব মন্ডল, এড. প্রশান্ত বিশ্বাস, ইমরান হোসেন, শাওন হাওলাদার, তরিকুল ইসলাম, নিতিশ মন্ডল, প্রমূখ। অনুষ্ঠানের পূর্বে এক শোক র‌্যালি উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুরূপ উপজেলা আ’লীগের আয়োজনে জাতীয় শোকদিবস উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলীপ হালদারের সঞ্চলনায় পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোল্যা জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, কেন্দ্রীয় নেতা অসিত বরণ বিশ্বাস, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নব কুমার চক্রবর্তী, জেলা আ’লীগের প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ জুবায়ের আহম্মেদ খান জবা, জেলা আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান,জেলা যুবলীগ নেতা জামিল খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা ফিরোজুর রহমান,মঙ্গল পাল, মীর মোহাম্মদ আলী, পলাশ রায়, অনুপ কুমার গোলদার, ওয়াহিদুর রহমান,আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন শিমু, পঙ্কজ বিশ্বাস, মানস পাল, রবিন্দ্রনাথ সরকার, তুহিন রায়, আসলাম তালুকদার, যুবলীগ নেতা মিলন গোলদার, সেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান মিজান, কৃষক লীগ নেতা গৌরদাস ঢালী, মোস্তাফিজুর রহমান, সাবকে ছাত্রলীগ নেতা অরিন্দম গোলদার, সঞ্জয় মোড়ল, বিউটি বিশ্বাস, গীতা গোলদার, রতœা অধিকারী, সুইটি মন্ডল প্রমূখ। অনুষ্ঠানের পূর্বে এক বর্নাঢ্য র‌্যালি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং অনুষ্ঠান শেষে বাঙ্গালী ভোজের তাবারক বিতরণ করা হয়।