জাল টাকা তৈরির কারখানা থেকে সাড়ে ২৫ লাখ টাকার জাল নোট উদ্ধা

প্রকাশঃ ২০১৯-০৭-০৯ - ১৯:১৯

ঢাকা অফিস : রাজধানীর রামপুরার উলন রোডে জাল টাকা তৈরির কারখানা থেকে সাড়ে ২৫ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ঈদুল আযহাকে সামনে রেখে জাল টাকা উৎপাদন ও বাজারজাতে নেমেছে একটি চক্র। তাদের উদ্দেশ্য ছিলো কোরবানির হাটসহ বিভিন্ন স্থানে এই টাকা ছড়িয়ে দেয়া।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগের ডিসি মসিউর রহমান জানান, মঙ্গলবার দুপুরে উলন রোডের চারতলা একটি ভবনে কারখানার সন্ধান পেয়ে অভিযান চালায়। ঐ ভবনের চতুর্থ তলায় জাল টাকা তৈরি করে আসছিল চক্রটি। অভিযানে দুই নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় সাড়ে ২৫ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। টাকার পাশাপাশি ভারতীয় রূপিও তৈরী করে আসছিল চক্রটি। অভিযানে ল্যাপটপ, প্রিন্টারসহ জাল নোট তৈরীর নানা সরঞ্জাম জব্দ হয়।