ঝালকাঠিতে জাতীয় পাট দিবস পালিত

প্রকাশঃ ২০১৮-০৩-০৬ - ১৪:০৩

ঝালকাঠি প্রতিনিধি:‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এ শ্লোগানে ঝালকাঠিতে জাতীয় পাট দিবস পলিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সাইয়েদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার এ উদ্যোগকে স্বাগত জানান। জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।