ঝালকাঠিতে ফেন্সিডিল উদ্ধার : নারীসহ আটক ২

প্রকাশঃ ২০১৯-১০-০৩ - ১৬:১০

ঝালকাঠি : ঝালকাঠিতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ১২৩ বোতল ফেন্সিডিলসহ এক নারী এবং তার সহযোগী যুবক আটক হয়েছে।  বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টার দিকে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ঝালকাঠি-বরিশাল মহাসড়কের রায়াপুর নামক স্থানে একটি প্রাইভেটকার তল্লাশী করলে এ ফেন্সিডিল উদ্ধার হয়। এ সময় ফেন্সিডিলসহ আটক হন তানিয়া ইসলাম (২৬) ও তার সহযোগী মেহেদী হাসান (২৫)। এদের মধ্যে তানিয়া বরিশাল শহরের কাউনিয়া এলাকার নাসির উদ্দিনের স্ত্রী এবং মেহেদী হাসান যশোর জেলার পোলেরহাট এলাকার প্রয়াত মোকলেসুর রহমানর ছেলে।

নলছিটি থানার উপ-পরিদর্শক মো. রাসেল মোল্লা জনান, গত রবিবার থেকে ঝালকাঠিতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সকালে ঝালকাঠি সদর ট্রাফিকের পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে শিক্ষানবশি ট্রাফিক সার্জেন্ট তারিকুল ইসলাম ও টিএসআই তোঁতামিয়াসহ ট্রাফিক পুলিশের একটি দল রায়াপুর নামক স্থানে চেকপোষ্ট বসায়। এ সময় বরিশাল থেকে ঝালকাঠির দিকে আসা একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশী করলে প্রাইভেটকারে পেছনে দুটি ব্যাগে লুকিয়ে রাখা ১২৩ বোলত ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে ফেন্সিডিলসহ আটককৃতদের নলছিটি থানায় সোপর্দ করা করে ট্রাফিক পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে বলে জানায় পুলিশ।