ঝালকাঠিতে ১৩২৬ পিস ইয়াবা ও অস্ত্রসহ আটক ৩

প্রকাশঃ ২০১৯-০৪-০৯ - ১৩:১১

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ১ হাজার ৩১৫ পিস ইয়াবা ও দেশিয় অস্ত্রসহ আতিকুর রহমান বাবু (৩৫) ও ১১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ কামাল গাজী নামে দুই মাদক আটক করেছে র‌্যাব ও পুলিশ। কামাল গাজিকে আটক করার সময় ৩ পুলিশ সদস্যকে কামড়ে আহত করে ওই মাদক ব্যাবসায়ী। মঙ্গলবার সকালে উপজেলার পুটিয়াখালি গাজিরহাট এলাকা থেকে কামাল গাজিকে অঅটক করে পুলিশ এবং সোমবার রাতে উপজেলার নারিকেলবাড়ি গ্রামের নিজবাড়ি থেকে বাবুকে আটক করে র‌্যাব ৮। পুলিশের হাতে আটক কামাল গাজী উপজেলার গাজীরহাট এলাকার মৃত সুলতান গাজীর ছেলে ও র‌্যাবের হাতে আটক বাবু উপজেলা নারিকেলবাড়িয়া গ্রামের মৃত আব্দুল আউয়াল হাওলাদারের ছেলে। র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আতিকুর রহমান বাবুকে আটক করে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ১ হাজার ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি চাইনিজ কুড়াল ও একটি রামদা উদ্ধার করা হয়। অপরদিকে রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, তিনটি মাদক মামলায় পরোয়ানাভ্ক্তু আসামী কামাল গাজীকে ১১ পিস ইয়াবাসহ আটক করা হয় এবং ইয়াবা বিক্রির ১০ হাজার ২২০ টাকা জব্দ করা হয়। এ সময় এএসআই রহমান, এএসআই ইউনুচ আলী ও কনেস্টবল শাহাদাৎ হোসেনকে কামড়িয়ে আহত করে কামাল গাজি পালানোর ব্যর্থ চেষ্টা করে। তাদের বিরুদ্ধে রাজাপুর থানায় র‌্যাব ও পুলিশ বাদি হয়ে পৃথক মামলা দায়ের করা হয়েছে।