ঝালকাঠি আ’লীগের দু’গ্রুপের বিক্ষোভ : পুলিশ মোতায়েন !

প্রকাশঃ ২০১৮-১২-০১ - ১৩:৪০

মোঃ নজরুল ইসলাম, ঝালকাঠি : ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আ’লীগের মনোনিত বিএইচ হারুনের মনোনয়ন বাতিলের দাবিতে কেন্দ্রীয় আ’লীগ নেতা মনিরুজ্জামান মনিরের সমর্থক মানববন্ধন কর্মসূচিকে ঘিরে আ’লীগগের দু’পক্ষ বিক্ষোভ করেছে। কর্মসূচিতে পুলিশ বাধা দিলে মনিরের সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনায় ঘটেছে।

শনিবার সকাল ১০ টা দিকে উপজেলা যুবলীগ অফিসে অবস্থান নিয়ে কেন্দ্রীয় আ’লীগ নেতা মনিরের সমর্থকরা প্রতিবাদ সভা করে মানববন্ধন কর্মসূচির প্রস্তুতি নিলে পুলিশ তাদের অফিস থেকে বের হতে দেয়নি। এ খবর পেয়ে আ’লীগের মনোনিত প্রার্থী বর্তমান সাংসদ বিএইচ হারুনের সমর্থকরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনের সড়কে অবস্থান নিয়ে নানা শ্লোগান দিতে থাকে। পরে পুলিশ তাদের ডাকবাংলো এলাকার দিকে সরিয়ে দিলে তারা নানা শ্লোগানে বিক্ষোভ শুরু করে এবং কেন্দ্রীয় আ’লীগ নেতা মনিরের সমর্থকদেরও যুবলীগ অফিস এলাকা থেকে থানা রোড এলাকায় সরিয়ে দিলে সেখানে তারা মানববন্ধন করার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ জানান, উভয় পক্ষকে নিবৃত করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।