ডিআইজি মিজানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না?

প্রকাশঃ ২০১৯-০৬-১৬ - ১৪:৩৯

ঢাকা অফিস : ডিআইজি মিজানুর রহমানকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না দুদকের কাছে জানতে চেয়েছে হাই কোর্টের আপিল বিভাগ।

রবিবার দুপুরে, আপিল বিভাগে দুর্নীতির একটি মামলার শুনানিতে দুদকের আইনজীবীকে প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। প্রধান বিচারপতি আরো বলেন, ‘ডিআইজি মিজানের ঘটনা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক’।

অবৈধভাবে সম্পদ অর্জন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় গত বছরের ২৫ এপ্রিল ডিআইজি মিজানকে তলব করে দুদক। তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে যে তিনি ২০১৭ সালের জুলাইয়ে ২৫ বছর বয়সী এক নারীকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করেন। এছাড়াও, একই বছরের ডিসেম্বরে অস্ত্রের মুখে এক টেলিভিশন চ্যানেলের সংবাদ পাঠককেও তুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি, দুদকের এক পরিচালকের সাথে ঘুষ লেনদেনের বিষয়েও আলোচনায় ডিআইজি মিজান।