ডিআইজি মিজানের জামিন আবেদন নামঞ্জুর, গ্রেপ্তারের নির্দেশ

প্রকাশঃ ২০১৯-০৭-০১ - ১৬:১৪

ঢাকা অফিস : দুর্নীতি দমন কমিশন, দুদকের মামলায় সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে পুলিশের হেফাজতে দেয়া হয়েছে। তাকে নেয়া হচ্ছে শাহবাগ থানায়।

এদিকে, দুদকে আজ তার জিজ্ঞাসাবাদের কথা থাকলেও সময় আবেদন করেছেন তিনি। তাই, ৮ই জুলাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি ওবায়েদুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন আবেদনের শুনানি করেন। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন মিজান।

তিন কোটি সাত লাখ টাকার সম্পদ গোপন এবং তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৪শে জুন, ডিআইজি মিজানসহ আরও তিনজনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন- দুদক। এ বিষয়ে আজ তাকে দুদকের জিজ্ঞাসাবাদের কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে সময় আবেদন করেছেন মিজান। এদিকে, দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আজ জিজ্ঞাসাবাদ করবে দুদক।