ডিজিটালাইজেশনে শ্রেষ্ঠ উপজেলা কুষ্টিয়া সদরের ইউএনও জুলিয়া সুকায়না

প্রকাশঃ ২০১৮-০২-১১ - ১৩:১৭

এস এম জামাল, কুষ্টিয়াঃ ডিজিটালাইজেশনে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পুরস্কার পেয়েছেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া সুকায়না। কুষ্টিয়ায় চলমান তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনীতে শনিবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া সুকায়নার হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন জেলা প্রশাসক মো. জহির রায়হান। জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া সরকরী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনজুর কাদির, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সনাকের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম টুকু। পুরস্কার পাওয়ার পর কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া সুকায়না অনুভুতি ব্যক্ত করতে গিয়ে জানান,আজকের এই পুরস্কারের মাধ্যমে আমাদের অনুৃপ্রেরণা জোগাবে। তিনি বলেন, এই উপজেলা ইতিমধ্যে ভিক্ষুকমুক্ত করা হয়েছে।আমরা পুনর্বাসিত ভিক্ষুকদের মনিটরিং এর মাধ্যমে খোজ খবর নিচ্ছি এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে যাচ্ছি। আমরা এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো বলেও জানান তিনি।