ডিবির অভিযানে দাকোপে অস্ত্রসহ ৩ দস্যু গ্রেফতার

প্রকাশঃ ২০১৮-০৬-০৯ - ১৬:৫২

দাকোপ প্রতিনিধি : খুলনার দাকোপ উপজেলার কালাবগী গ্রামস্থ ওয়াপদার পাশে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন বনদস্যুকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এ ঘটনায় দাকোপ থানায় তিন বনদস্যুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় দু’ডজন মামলা রয়েছে। এরা ছিল দাকোপসহ উপকুলীয়াঞ্চলের সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতংক।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্র জানায়, গতপরশু জেলা ডিবি পুলিশ দাকোপ থানাধীন কালাবগী ৮ নং ওয়ার্ডে ওয়াপদার পাশে অভিযান চালিয়ে তিন বনদস্যুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি দেশি তৈরি বন্দুক, ১টি লোহার স্প্রিং, ২টি লোহা কাটা হেক্সো ব্লেড, ৪টি লোহার ফলা, বন্দুকে ব্যবহৃত ৩ রকমের কলকব্জা, ১টি পলি প্যাকেট, ১টি পুরাতন ছেঁড়া প্লাস্টিকের চালের বস্তা ও কয়েক টুকরো প্লাস্টিকের রশি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- দাকোপ থানার কালাবাগী গ্রামের মৃঃ কেরামত আলী শেখের পুত্র মোঃ আব্দুর রাজ্জাক শেখ ওরফে বাছের ডাকাত (৬৫) ও তার দুই পুত্র মোঃ আসাদুল শেখ (৩০) ও মোঃ মোস্তফা @ মোস্ত শেখ (৩২)। এ সময় তাদের সহযোগি অজ্ঞাতনামা ২-৩ জন পালিয়ে যায় বলে জানা গেছে। আটককৃতরা সুন্দরবনের চিহ্নিত হরিণ শিকারী এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে সাধারন মানুষকে জিম্মি করে চাদাবাজি করতো বলা জানা যায়। গত কিছুদিন যাবৎ আসাদুল স্থানীয কোষ্টগার্ডের সোর্স পরিচয়ে এলাকাবাসীকে অতিষ্ট করে তোলে। তাদের গ্রেফতারে এলাকাবাসীর মাঝে স্বঃস্থি ফিরে এসেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের নামে এস আই লুৎফর রহমান বাদী হয়ে দাকোপ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।