ডুমুরিয়ার শরাফপুরে ড. মাহবুবের বাশেঁর সাঁকো নির্মান

প্রকাশঃ ২০১৮-০৪-১৭ - ১৯:৩৩

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি,বিশিষ্ট অর্থনীতিবিদ ও আওয়ামীলীগ নেতা-প্রফেসর ড.মাহাবুব-উল ইসলাম মঙ্গলবার ও পরশু শরাফপুর ইউনিয়নের ঝালতলা গ্রাম ও ঝালতলা বিলের মধ্যখানে ঘ্যাংরাইল নদীতে ব্যক্তিগত অর্থায়নে ৬০ ফুট বাঁশের সাঁকো নির্মাণ করেন।উক্ত বিলে প্রায় ২৫০একর জমি রয়েছে। কালিকাপুর, সেনপাড়া ও ঝালতলা এলাকার লোকজন ধান আনা নেওয়া,ঘেরে যাতায়াত করতে কয়েক শতাধিক পরিবার উপকৃত হবেন।উক্ত সাঁকো নির্মাণ করায় এলাকার কানু রায় বলেন-আমাদের বহু দিনের স্বপ্ন বাস্তবায়ন করলেন ড.মাহাবুব-উল ইসলাম। অমর সরকার বলেন-বিলে যাতায়াত করার সুযোগ সৃষ্টি করে দিলেন,যা আমরা আজীবন স্বরণ রাখবো,মহাদেব গাইন বলেন-বাঁশের চারে পার হতে আমাদের খুব কষ্ট হতো,আনেক সময় ধানের বোঝা নিয়ে মানুষ নদীতে পড়ে যেত-সেই সমস্যার সমাধান করলেন গরীবের বন্ধু প্রফেসর ড.মাহাবুব-উল ইসলাম,নুরল ইসলাম শেখ বলেন-এই অঞ্চলের কয়েক হাজার মানুষ সাঁকো নির্মাণ করাতে উপকৃত হবেন।এ সময় উপস্থিত ছিলেন-আওয়ামীলীগ নেতা-জবেদ আলী খাঁ,আরব আলী শেখ,শেখ জহুরুল ইসলাম,শেখ নুরল ইসলাম,ডাবলু মন্ডল,শেখ মুজিবুর রহমান,গোকুল হালদার,পলাশ বাগচী কাজী জসীমউদ্দীন মুক্ত,শেখ আঃজব্বার,মহাদেব গাইন,শ্যামল দাস,নিরঞ্জন মন্ডল,অধীর মন্ডল,শ্রীবাস সরদার,মৃত্যুন মন্ডল,মানিক রায়,স›িজত মন্ডল,বিন্দাবন সরদার,সন্তোষ মন্ডল,পরিমল সরদার,অমিত মন্ডল,কানু রায় রবীন মন্ডল প্রমূখ।