ডুমুরিয়ায় অবৈধ পলিথিন কারখানায় অভিযান

প্রকাশঃ ২০২০-১১-২৩ - ১২:২৮

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার থুকড়া বাজারে অবৈধ ভাবে পলিথিন প্যাকেট তৈরীর কারখানায় অভিযান পালিচালিত হয়েছে। রোববার বিকেলে ডুমুরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও র‌্যাব-৬’র যৌথ অভিযানে এক বান্ডিল পলিথিন জব্দ ও দুই কর্মচারীকে আটক করেছে।
অভিযান সুত্রে জানা গেছে, উপজেলার থুকড়া বাজারে বিলপাটিয়ালা গ্রামের খবির শেখের ছেলে জাহাঙ্গীর শেখ অবৈধ ভাবে পলিথিনের কারখানা গড়ে তোলে। করিম ও আকবর নামের দুই শ্রমিক নিয়ে প্রায় দুই মাস ধরে ওই কারখানায় বিভিন্ন কোম্পানীর মনোগ্রাম ও ঠিকানা সম্বলিত পলি প্যাকেট তৈরী করে আসছিলো। খবর পেয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ডাঃ সঞ্জীব দাস ও র‌্যাব-৬’র এডজুটেন্ড অফিসার পহন চাকমার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে অবৈধ ভাবে কারখানা গড়ে তোলার অপরাধে কর্মচারী করিম ও আকবরের বিরুদ্ধে শুনানি শেষে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। আর ভিতরে থাকা পরিথিনসহ যাবতীয় সরঞ্জমাদি জব্দ করে কারখানাটি সিলগালা করে দেন। তবে অভিযানের আগেই কারখানা মালিক জাহাঙ্গীর শেখ পালিয়ে যেতে সক্ষম হয়।