ডুমুরিয়ায় অভিনব কায়দায় শিশু অপহরণ

প্রকাশঃ ২০১৮-০৬-০৯ - ১৭:০৭

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় অভিনব কায়দায় রাবেয়া খাতুন নামের এক শিশু অপহরণ হয়েছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার বিকেলে উপজেলার আরাজি সাজিয়াড়া গ্রামে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি অপহরণ মামলা করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দু’দিন পূর্বে উপজেলা সদরের আরাজি সাজিয়াড়া গ্রামের যশোহর আলী শেখের বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয়ে দু’জন ঘর ভাড়া নেয়। একই বাড়িতে প্রায় এক বছর পুর্বে শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার বাসিন্দা হামিদ গাজীও পরিবার নিয়ে বসবাস করতো। পাশাপাশি ঘর ভাড়া নেওয়ায় দুই পরিবারের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এ সুবাদে গত শুক্রবার বিকেলে হামিদের শিশুকন্যা রাবেয়া খাতুনকে (৬) মিস্টি খাওনোর কথা বলে ওই দম্পতি উধাও হয়। এ ব্যাপরে হামিদ গাজী বলেন, বাসা ভাড়া নেওয়ার পরে ওই দু’জন আমাদের সাথে ভাল কথা বলতে থাকে। এই বিশ্বাসে ওরা মেয়েকে নিয়ে যেতে চাইলে আপত্তি করিনি। পরে খোজ করে না পেয়ে সন্দেহ হয়। এছাড়া মোবাইলে মেয়েকে ফিরিয়ে দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা দাবি করেছে। ডুমুরিয়া থানা ইন্সেপেক্টর (তদন্ত) তারক বিশ্বাস বলেন, অপহরনকারীরা স্বামী-স্ত্রী পরিচয়ে অভিনব কায়দায় বাসা ভাড়া নিয়ে বাচ্চাটিকে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে যার নং-১৬। শিশুটি উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।