ডুমুরিয়ায় এন কে ফিডকে জরিমানা ও কারখানা সিলগালা

প্রকাশঃ ২০২১-০১-০৪ - ১৯:৩৮

ডুমুরিয়া প্রতিনিধি : সরকারি অনুমতিপত্র না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ ও মান নিয়ন্ত্রণ অবস্থা নিন্মমানের কারণে ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় একটি মৎস্য ও প্রানী খাদ্য প্রস্তুত কারখানায় ভ্রাম্যমান আদালত পারিচালিত হয়। সোমবার দুপুর সোয়া ১২টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ ওই আদালত পরিচালনা করেন।
আদালত সুত্রে জানা গেছে, উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় শিল্পপতি প্রফুল্ল্য চন্দ্র রায়ের নর্থ খুলনা ফিডের (এনকে ফিড) নামক কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় যান ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ। এ সময় কারখানার পরিবেশ নিম্নমানের ও সরকারি অনুমতি পত্র না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এক শুনানি শেষে মৎস্য ও পশু খাদ্য নিয়ন্ত্রণ আইন ২০১০ এর ধারা মতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে কারখানাটি বন্ধসহ সিলগালা করে দেওয়া হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন ডুমুরিয়া থানার এসআই হামিদুল ইসলাম।