ডুমুরিয়ায় ঘের ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

প্রকাশঃ ২০১৮-০৪-১০ - ২১:২৯

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ার পল্লীতে ঘের ব্যবসায়ী আজিজ মোড়লের রহস্যজনক মৃত্যু হয়েছে। থানা পুলিশ গত সোমবার রাতে উপজেলার পশ্চিম শোভনার একটি বিলের ভিতরে থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধোর করে মর্গে প্রেরণ করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার খর্ণিয়া গ্রামের ঘের ব্যবসায়ী আজিজ মোড়ল (৪৮) প্রতি দিনের ন্যায় গত সোমবার বিকেলে পশ্চিম শোভনা গ্রামের মোল্যা বাড়ির নিচে তার মৎস্য ঘেরে যান। এরপর সন্ধ্যায় ঘেরের ভিতরে ধান ক্ষেতে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার ও সুরোতহাল রির্পোট শেষে মর্গে প্রেরণ করে। খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার জানান, লোকে বলাবলি করছে আজিজ মোড়ল বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে। কিন্তু ধান ক্ষেতের ভিতরে লাশটি যেখানে পড়ে ছিল, তার আশপাশ কোথাও বিদ্যুৎ সংযোগ দেখা যায়নি। মৃত্যুর এ ঘটনাটি রহস্যজনক। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন জানান, লাশের সুরোতহাল রির্পোটে তার দুই হাত পুড়ে গেছে বলে মনে হয়েছে। তবে কি কারণে মারা গেছে মেডিক্যাল রির্পোট না পাওয়া পর্যন্ত স্পষ্ট করে বলা যাচ্ছে না।