ডুমুরিয়ায় চালকের কারণে বাস পাল্টি :নিহত-১ আহত কমপক্ষে ১৫

প্রকাশঃ ২০১৯-০২-১৪ - ২০:১০

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় চালকের ফোন আলাপের কারণেই চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি। ঘটনাস্থলেই মারা গিয়েছে ১ মহিলা, আহত কমপক্ষে ১৫ জন। বৃহস্পতিবার বিকেলে চুকনগর-যশোর সড়ক ও উপজেলার নরনিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে চুকনগর বাসষ্ট্রান্ড থেকে একটি যাত্রীবাহি বাস যার নং-খুলনা মেট্রো-জ ০৪-০০২৬ যশোর অভিমুখে যাচ্ছিল। ষ্ট্রান্ড ছেড়েই চালক মোবাইল ফোনে কথা বলা শুরু করে এক পর্যায়ে নরনিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পাল্টি খেয়ে পড়ে যায়। তখন বাসের যাত্রী নাছিমা বেগম (৪৫) ঘটনাস্থলেই মারা যান এবং আহত হয়েছেন রোকেয়া বেগম (৪২), বারিক গাজী (৪৮), আশরাফুল সরদার (৪০), রবিউল ইসলাম (৩৫), শিশু হাবিবা (২), স্বপ্না বেগমসহ (২৫) কমপক্ষে ১৫ জন। নিহত নাছিমা ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের উকড়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের স্ত্রী। মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ি ক্যাম্প ইনচার্জ এস আই জাকারিয়া হোসেন জানান, প্রাথমিক ভাবে জানতে পারি, ড্রাইভার মোবাইলে কথা বলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পাল্টি খাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। থানা পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীসহ স্থানীয় জনতার একত্রিত হয়ে উদ্ধারের চেষ্টা করছি। এখানে এক মহিলার মরদেহ উদ্ধার করেছি এবং আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আহতদের বিভিন্ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রেরণ করছি এবং উদ্ধার কাজ চলমান রয়েছে।