ডুমুরিয়ায় ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২১-০২-১৯ - ১৮:০৮

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : জাতির পিতা বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে উপজেলার গফফার সড়কে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান প্রমুখ। প্রতিযোগিতার দৈর্ঘ্যতা ছিল সাবেক মন্ত্রীর বাস ভবনের সন্মুখ হতে থুকড়া আবাসন পর্যন্ত পাঁচ কিলোমিটার। প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রাক্তন খেলোয়াড়, চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সব মানুষের মণ-শরীর সুস্থ্য রাখতে শারিরিক ব্যায়াম ও হাটা-চলা খুবই প্রয়োজন। তাই মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধিতে দেশব্যাপি ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। বাংলাদেশ সেনা বাহিনীর একটি বিশেষ টীম এটা পরিচালনা করছে।