ডুমুরিয়ায় তথ্য কার্ড প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২০-১০-১১ - ১৩:৪০

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : এনজিও সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর উদ্যোগে ডুমুরিয়া উপজেলার হাসানপুর পল্লী সমাজের আয়োজনে কিশোরীদের তথ্য কার্ড প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় হাসানপুর বাজারের রাস্তার ওপর একঘন্টা ব্যাপি এ মানববন্ধনে সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কর্মসুচীর এফও (সিএসি) মিঠু রানী বিশ্বাস, সভাপ্রধান শিরিনা বেগম, সেক্রেটারি সাবিনা বেগমসহ পল্লী সমাজের সদস্যবৃন্দ। এ বিষয়ে এফও মিঠু রানী বিশ্বাস বলেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর আয়োজনে এবং পল্লী সমাজের সদস্যরা কিশোরীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের জম্ম নিবন্ধন কার্ড দেখে ১৮ বছর পূর্ণ হওয়ার তারিখ লিখে একটি তথ্য কার্ড দরজায় লাগিয়ে দেওয়া হচ্ছে। যাতে করে ওই কিশোরীর বয়স সম্পর্কে যে কেউ বুঝতে পারবে। এ কার্যক্রমের ফলে কোন অভিভাবক মেয়ের বয়স গোপন রেখে বিবাহ দিতে পারবে না।