ডুমুরিয়ায় দক্ষতা ও সচেনতার ওপরে সেমিনার

প্রকাশঃ ২০২০-০৭-০৯ - ১৯:০৩

ডুমুরিয়া প্রতিনিধি : সরকারের রুপরেখা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ডুমুরিয়ায় “বৈদেশিক কর্মসংস্থাপনের জন্য দক্ষতা ও জনসচেতনামুলক” শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম এবং প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। সেমিনারে মুল প্রবন্ধ ব্রিফিং করেন খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চীপ ইন্সট্রাক্টর এম এ বাকি ও প্রশিক্ষক সৈয়দ হাসান মাহমুদ তানভীর। ব্রিফিং-এ সহজে ও নিরাপদে বিদেশ গমনে দিক-নির্দেশনা, নির্ধারিত ব্যাক্তিদের কাজের প্রতি পূর্ণ ধারণা ও অভিজ্ঞতা, কোন প্রকার প্রতারক বা দালালের খপ্পরে না পড়া এবং উপার্জিত অর্থ সঠিক ভাবে রেমিট্যান্স নিয়ন-নীতি অনুযায়ী দেশে পাটানোসহ বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে উপজেলা প্রশাসনের অফিসার, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ অংশ গ্রহন করেন।