ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড-ভ্যানে পানিতে : প্রাণ গেল চালকের

প্রকাশঃ ২০১৯-১২-০৪ - ১৭:৪৩

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ও ডুমুরিয়া উপজেলার বালিয়াখালি ব্রীজের পূর্বপাশে বুধবার দিবাগত রাতে একটি কাভার্ড-ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পানিতে নিমজ্জিত হয়েছে। এ ঘটনায় গাড়ীর হেলপার প্রাণে বেঁচে গেলেও রক্ষা হয়নি চালেকর। বুধবার বেলা সাড়ে ১১টায় উদ্ধার কর্মীরা পানির তলদেশে অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করেছে।
প্রতক্ষ্যদর্শী ও ফায়ার সার্ভিস ষ্টেশন সুত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে হুগলি বিস্কুট কোম্পানির একটি কাভার্ড-ভ্যান যার নং- খুলনা মেট্রো ১১-১৩৬৫ সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার বালিয়াখালি ব্রীজের পূর্বপাশে গিয়ে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পানিতে পড়ে। এ সময় গাড়ীতে থাকা হেলপার শহিদুল ইসলাম (২৪) লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে যায়। কিন্তু চালক আব্দুল কাদের শিকদার (৫৫) গাড়ীর চাপায় পানির মধ্যে আটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত চালক আব্দুল কাদের খুলনা মহানগরীর খালিশপুরের বয়রা এলাকার মহব্বত শিকদারের ছেলে। ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা যুগোল বিশ্বাস জানান, রাত সাড়ে ১২টায় দুর্ঘটনার খবর পেয়ে আমাদের টীমসহ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করি। তখন গাড়ীর হেলপার শহিদুলকে আহত অবস্থায় উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করি। এরপর খুলনা থেকে আমাদের জেলা টীম এসে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পানির তলদেশ থেকে চালকের লাশ উদ্ধার করে। এছাড়া আমরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। তবে গাড়িটি ভেঙ্গে দুমড়ে মুচড়ে গেছে।