ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তির ঘর ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা

প্রকাশঃ ২০১৮-০৪-১৭ - ১৯:৩০

ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি: জমি-জমা সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে ডুমুরিয়ার দক্ষিন মিকশিমিল গ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে এক ব্যক্তির ঘর ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগি লুৎফর রহমান গাজী গত সোমবার ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিন মিকশিমিল গ্রামের মোঃ লুৎফর রহমান গাজীর সাথে একই এলাকার বিবাদী মৃত নোয়াব আলী গাজীর স্ত্রী মোসাঃ ছামিরুন্নেছা বেগম এবং তার পুত্রদের সাথে মিকশিমিল মৌজার এস,এ খতিয়ান নং ১৮৭০,ডিপি ১২৯৭,দাগ নং ৩২৯০,৩২৯১,মোট জমি ০.২১ একর এর মধ্যে হতে ০ ০৮৫০ একর জমি নিয়ে
দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।এক পর্যায়ে বিবাদী ছামিরুন্নেছা বেগম খুলনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৪/১৪৫ ধারা মোতাবেক একটি মামলা করেন যার এম,পি নং ৩৯৬/১৫। বিজ্ঞ আদালত উভয় পক্ষের কাগজ পত্র পর্যালোচনা করে শুনানী শেষে লৎফর রহমানের পক্ষে রায় দেন। এমতাব¯হায় গতকাল সোমবার সকালে বিবাদীরা বে- আইনী জনতাবদ্ধ হয়ে লোহার রড,শাবল, কোদাল নিয়ে বাদীর জমিতে অনধিকার প্রবেশ করে জমিতে থাকা একটি আধা-পাকা গোয়াল ঘর ভেঙ্গে ফেলে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ক্ষতি সাধন করে। বাধা দিতে গেলে লুৎফরের স্ত্রী নিলুফা বেগমকে মারতে উদ্যাত হয় এবং জীবন নাশ সহ বিভিন্ন ক্ষতি সাধন করবে বলে হুমকি দেয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছামিরুন্নেছা বেগম মুঠো ফোনে জানান, তাদের জমি অবৈধ ভাবে দখল করে লুৎফররা গোয়াল ঘর বেধে দখল করে রেখেছিলো। তাদের বার বার বলা সত্বেও না নেয়ায় আমরা ঘর সরিয়ে দিয়েছি। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন জানান,
একটি লিখিত অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনা স্হলে থানার একজন অফিসারকে পাঠিয়ে ঘর ভাঙ্গা বন্দের ব্যবস্হা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্হা নেয়া হবে।