ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক রক্তাক্ত জখম

প্রকাশঃ ২০১৮-০৪-২৮ - ২১:২৯

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ফেরদৌস শেখ নামের এক যুবক রক্তাক্ত জখম হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে উপজেলার মলমলিয়া গ্রামে। গুরুতর আহত যুবক ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলার শোভনা ইউনিয়নের মলমলিয়া গ্রামের ফেরদৌস শেখের (৩৭) সাথে প্রতিপক্ষ আদিল মোল্যার (৫০) জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল শুক্রবার বিকেলে আদিল মোল্যা, তার দুই ছেলে আলামিন মোল্যা (৩৫) ও স্বাধীন মোল্যা (২০) জোর করে ফেরদৌসের জমির ওপর বিচেলীর ঘর নির্মাণ করতে যায়। এ সে বাধা দিতে গেলে প্রতিপক্ষরা ফেরদৌসকে লোহার রড ও কাঠের চলা দিয়ে বেধড়ক মারপিট করে। রডের আঘাতে তার মাথায় কেটে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের ডাঃ শাহিন জানান, রোগীর মাথায় প্রচন্ড আঘাত করায় ৭টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম দেখা গেছে।