ডুমুরিয়ায় ব্র্যাক’র মানব বন্ধন অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২০-০৯-২৯ - ১৯:০৬

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় এনজিও সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর উদ্যোগে মানব বন্ধন ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রমের মধ্যে মঙ্গলবার সকালে মেছাঘোনা পল্লী সমাজের উদ্যোগে ব্র্যাক অফিসের সামনে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসের সামনে গৃহবধু ধর্ষণের শিকার, রাঙ্গামাটির খাগড়াছড়িতে প্রতিবন্ধি নারী ধর্ষশের শিকার এবং নীলা রায়’কে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে এক মানব বন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। মেছাঘোনা পল্লী সমাজের আয়োজনে এক ঘন্টাব্যাপি এ মানব বন্ধনে উপস্থিত ছিলেন মাফিয়া বেগম, রুপা বেগম, রীমা বেগম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর এফও(সিইপি) মিঠু রানী বিশ্বাস ও পিওপিটি মিঠুন কুমার দত্ত। এরপর দুপুরে উপজেলার কুলটি পল্লী সমাজ ও স্টার প্রোগ্রামের সহায়তায় প্রতিবন্ধিদের মাঝে ব্লিসিং পাওডার ও সাবান বিতরণ করা হয়। ১০জন প্রতিবন্ধির মাঝে এ সামগ্রী দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের শুধাংশু কুমার পাল ও সাধন বিশ্বাসসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুরুপভাবে গত ২৮ সেপ্টেম্বর পাইকগাছা উপজেলার লক্ষীখোলা পল্লী সমাজের আয়োজনে ওই একই ঘটনার প্রতিবাদে বন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।