ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

প্রকাশঃ ২০২০-১০-১৬ - ১২:৫২

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় বিভিন্ন যানবাহনের ওপর সড়ক ও পরিবহন আইনে জরিমানা আদায় করা হয়েছে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহনাজ বেগম বৃহস্পতিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা সড়কের বালিয়াখালি ব্রীজের পাশে এ আদালত পরিচালনা করেন।
আদালত সুত্রে জানা গেছে, সড়কে দুর্ঘটনা বৃদ্ধি, নিয়ন্ত্রণহীন ভাবে দ্রুত গতিতে গাড়ি চালানো এবং দেশের প্রচালিত সড়ক ও পরিবহন আইনে যানবাহন না চালানোর অপরাধে এক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। বৃহস্পতিবার সকালে খুলনা-সাতক্ষীরা সড়কের বালিয়াখালি ব্রীজের পূর্বপাশে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহনাজ বেগম এ আদালত পরিচালনা করেন। এ সময় যাত্রীবাহী বাস, মটর সাইকেল, ড্রামট্রাকসহ মোট ১৮টি যানবাহনের বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনের ধারামতে ৩৪ হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করেন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন খর্ণিয়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রেজাউল করিম।