ডুমুরিয়ায় মারামারিতে আহত ২

প্রকাশঃ ২০২০-১১-০৪ - ১৮:১৯

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার শোভনা কাউন্সিল বাজারে মঙ্গলবার রাতে বাজিতে লুডু-খেলার টাকা না পেয়ে মারামারির ঘটনায় দু’জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার শোভনা ইউনিয়নের কাউন্সিল বাজারে বসে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মৌলবীপাড়ার পীরআলী সরদারের ছেলে তৌহিদ সরদার (৪২) ও একই পাড়ার মাহাজন গাজীর ছেলে শরিফুল গাজী (৩৪) মোবাইল ফোনের মাধ্যমে বাজিতে লুডু-খেলা করতে ছিল। খেলা শেষে বাজির টাকা নিয়ে দু’জনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পরস্পরের কিলঘুষিতে দু’জনই ফোলা ও রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে ঘটনাটি নিয়ে স্থানীয় দু’টি গ্রুফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় আকারে সংঘর্ষের আশংকা রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে ডুমুরিয়া থানার শোভনা বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রজত কুমার বলেন, লুডু-খেলা নিয়ে মারামারি ও উত্তেজনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি দু’পক্ষের মধ্যে মহড়া বিরাজ করছিল। এ সময় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহত দু’জনই হাসপাতালে ভর্তি আছে।