ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত : আহত ২

প্রকাশঃ ২০১৮-০৩-০৪ - ১৬:০০

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান (১৮) নিহত ও দুই আরোহী আহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার খুলনা সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে উপজেলার নরনিয়া গ্রামের আব্দুল কাদের মহালদারের ছেলে ও চলতি বছরের এসএসপি পরীক্ষার্থী মেহেদী হাসান বোনের শ্বশুর বাড়ী উপজেলার খর্ণিয়া এলাকা থেকে একটি রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল যোগে খর্নিয়া গ্রামের কাশেম মেম্বারের ছেলে রিয়াদ হোসেন (১৫), ও মুস্তাক সানা (১৭) সহযোগে চুকনগরের দিকে যাচ্ছিলেন। এসময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাস যার নং ঢাকা মেট্রো চ ৫১-৭৭৪২, মোটর সাইকেলটির মুখোমুখি আঘাত করলে ঘটনাস্থলেই মেহেদী হাসানের মৃত্যু হয়। এছাড়া তার অপর দুই সহযোগী আরোহী রিয়াদ হোসেন ও মুস্তাক সানা গুরুত্বর আহত হয়। আহতদের কে স্থানীয় লোকজন উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ বিষয়ে খর্ণিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো: ইমদাদুল হক জানান, মাইক্রোবাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে।