ডুমুরিয়ায় হরিণের মাংসবহনকারীর জরিমানা

প্রকাশঃ ২০২০-১০-০৪ - ১৯:০২

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় হরিনের মাংস বহনকারী এক ব্যাক্তিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  রবিবার দুপুরে ডুমুরিয়া বড় বাজার এলাকায় সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জীব দাস এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, বাগেরহাটের ফয়লা অধিবাসী আবু বক্কার (৫২) সুন্দরবন এলাকা থেকে অবৈধভাবে হরিনের মাংস সংগ্রহ করে তার শ্বশুরবাড়ি ডুমুরিয়ার চিংড়া গ্রামে নিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সঞ্জীব দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে হরিনের মাংসসহ বক্কারকে আটক করেন। পরে তার দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাকে দোষি সাব্যস্ত করে বন্যপ্রাণি সংরক্ষণ আইন ২০১২ এর ৩৪(খ) ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্ধকৃত ওই মাংস (৫কেজি) ভক্ষণযোগ্য বিবেচনায় স্থানীয় সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসার এতিমখানার অনুকুলে বিতরণ করা হয়।