ডুমুরিয়া-ফুলতলার কর্মহীন মানুষের মাঝে এমপি’র ঈদ উপহার

প্রকাশঃ ২০২০-০৫-২৩ - ১৯:১৭

সুজিত মল্লিক, ডুমুরিয়া : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খুলনা-৫ আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের পক্ষ থেকে তার নির্বাচনী এলাকা ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় কর্মহীন হয়ে পড়া ২ হাজার মুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় মাঠে দু’উপজেলার ১৮টি ইউনিয়নে দলীয় নেতৃবৃন্দের মাধ্যমে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে আড়াই কেজি চাল, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম চিনি ও ৫০০ গ্রাম সিমাই। এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, আ’লীগ নেতা অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, কলেজ অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, আবু সাঈদ সরদার, আলহাজ্ব শেখ হেফজুর রহমান, গাজী তৌহিদুল ইসলাম, কাজী নুরুল ইসলাম, আছফার হোসেন জোয়াদ্দার, সমীর দে গোরা, সঞ্জয় দেবনাথ, শেখ আছাদুজ্জামান, গাজী আব্দুস ছালাম, যুবলীগ নেতা প্রভাষক জিএম ফারুক হোসেন, প্রভাষক গোবিন্দ ঘোষ, ছাত্রলীগের আবুল বাশার প্রমুখ।
এসময়ে এমপি বলেন, করোনায় ঘরবন্দি মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে প্রিয়জনদের নিয়ে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য আমি ব্যাক্তিগতভাবে এই ঈদ উপহার বিতরণ করছি। তিনি আরো বলেন, মহামারি করোনা ভাইরাসের এই বিপদের মধ্যে আমি অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততোদিন আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।