ডেঙ্গুতে অতিরিক্ত আইজিপির স্ত্রীর মৃত্যু

প্রকাশঃ ২০১৯-০৮-০৪ - ১৫:১৫

ঢাকা অফিস : অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার (৫৪) আজ সকাল সাড়ে এগারোটায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সৈয়দা আক্তার ৩০শে জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশলাইনস হাসপাতালে ভর্তি হন। এরপর তার অবস্থার অবনতি হলে শনিবার তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৪৯ জন।  সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি ৬ হাজার ৮৫৮ জন। শনিবার দেশের তিন জেলায় ৩ জনসহ এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের।

এর আগে, গত ৩১শে জুলাই রাজধানীর সিটি হাসাপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপ-পরিদর্শক কোহিনূর খাতুন। গত ৩০শে জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিক্স ইউনিটের উপ-পরিচালক (উপ-সচিব) ড. নুরুল আমিনের স্ত্রী ফারজানা (৪২) মারা যান।

প্রসঙ্গত, রাজধানীসহ সারা দেশে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সামান্য জ্বর হওয়া মাত্রই অনেকে হাসপাতালে ছুটছেন ডেঙ্গু আতঙ্কে। তাই ডেঙ্গু পরীক্ষায় হাসপাতালগুলোতেই রয়েছে সাধারণ মানুষের ভিড়।

ঢাকার বাইরে থেকেও ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেক রোগী চিকিৎসা নিতে আসছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী, অধিকাংশ হাসপাতালে আলাদাভাবে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ কর্ণার খোলা হয়েছে। সেইসাথে চিকিৎসকদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।