ডেঙ্গুতে আজ দু’জনের মৃত্যু

প্রকাশঃ ২০১৯-০৮-১৭ - ১৯:০৯

ঢাকা অফিস : ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মনোয়ারা বেগম নামে একজনের মৃত্যু হয়েছে। এদিকে, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন সুমন শেখ নামে এক কলেজছাত্র। আর, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত  হয়েছেন আরো এক হাজার ৪৬০ জন ।

শুধু রাজধানীতেই নয়, সারাদেশেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। বর্তমানে সারা দেশের হাসপাতালে সাত হাজার আটশ ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত  হয়েছে আরো এক হাজার ৪৬০ জন ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকায় ছয়শ’ ২১ জন ও ঢাকার বাইরে আটশ’ ৩৯ জন আক্রান্ত হয়েছে।

এদিকে সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে শনিবার সকালে বিজয়নগরে স্কাউটস ভবনে ডেঙ্গু সচেতনতা বিষয়ক অ্যাপ ‘স্টপ ডেঙ্গু’ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ডেঙ্গু সচেতনতা বিষয়ে একসাথে কাজ করতে ৯টি সংস্থা ও বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ সময় মন্ত্রী তাজুল ইসলাম বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরো কার্যকর করার তাগিদ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মশক নিধন কার্যক্রমে মনিটরিং ব্যবস্থা আরো জোরদারের পদক্ষেপ নেবার কথা বলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, রাজধানীর প্রতিটি ওয়ার্ডকে ১০টি ভাগে ভাগ করে সেখানে চিরুনী অভিযান চালানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে সিটি কর্পোরেশন।