ডেঙ্গুতে আজ মারা গেলেন ৬ জন

প্রকাশঃ ২০১৯-০৮-১৯ - ১৮:২২

ঢাকা অফিস : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। আজ (সোমবার) রাজধানীসহ সারাদেশে মারা গেছেন ৬ জন। এরমধ্যে, শুধু ময়মনসিংহেই মারা গেছেন ২ জন। আর ঢাকা, খুলনা, ফরিদপুর, বরিশালে মারা গেছেন আরও ৪ জন। এ সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬১৫ জন।

সকালে খুলনা মেডিক্যালে মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী মারা গেছে। এ নিয়ে গত এক মাসে খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হলো। ফরিদপুর মেডিক্যালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে মসজিদের ইমাম দেলোয়ার হোসেন। এছাড়া, ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আনোয়ার ও সেলিম নামে দুইজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক তরুণী মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে, রাজধানীতে সাতশো সাতান্ন জন আর বিভিন্ন জেলায় আটশো আটান্ন জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ছয় হাজার সাতশো তেত্রিশ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে। সারা দেশে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৪,৭৯৭ জন।