ডেঙ্গুতে আজ ৪ জনের মৃত্যু

প্রকাশঃ ২০১৯-০৮-১৩ - ১৪:৫৫

ঢাকা অফিস : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। সকালে ঢাকা মেডিক্যালে মৃত্যু হয় কুমিল্লা থেকে আসা বিল্লাল হোসেন নামে একজনের।  অন্যদিকে, খুলনা মেডিক্যালে রাসেল নামে আরেকজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

এদিকে, সোহরাওয়ার্দী হাসপাতালে সামিয়া নামের ৮ বছর বয়সী এক শিশু মারা গেছে।

এর আগে, সোমবার ঢাকা মেডিক্যালে নাজমা আক্তার নামে এক গৃহবধূ ও বিকেলে রাজশাহী মেডিক্যালে আব্দুল মালেক নামে এক যুবক মারা যান। পরে রাতে চট্টগ্রাম সিএমএইচে তারেক রহমান নামে এক যুবক মারা যান।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৯৩ জন। এদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৮শ’ ৪২ জন আর ঢাকার বাইরে ১ হাজার ২শ’ ৫১ জন। আগের দিনের তুলনায় ঢাকায় নতুন রোগী ভর্তির হার কমেছে ১৪ শতাংশ। ঢাকার বাইরে কমেছে ৮ শতাংশ।

সারা দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৮ হাজার ৬জন। যা আগের দিনের তুলনায় ৯ শতাংশ কম।  এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪৩ হাজার ২৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঈদ উপলক্ষ্যে অনেক লোক ঢাকার বাইরে গেলেও ডেঙ্গু ছড়িয়ে পড়ার কোনো আশংকা নেই।