ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

প্রকাশঃ ২০১৯-০৮-১০ - ১৫:০২

ঢাকা অফিস : ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু থেমে নেই। আজ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮ হাজার ৭০৭ জন। এরমধ্যে ঢাকার ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৫ হাজার ৩৮৯ জন।

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮০ জন। সবমিলে ভর্তি রয়েছেন সাড়ে চারশো ডেঙ্গু রোগী। সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর ছাড়প্রাপ্ত নেয়ার সংখ্যা বাড়ছে। জানুয়ারী থেকে ৭৬ শতাংশ মানুষ বাড়ি ফিরে গেছে। এছাড়া ৭ও ৮ আগস্টের তুলনায় গত ২৪ ঘন্টায় ৯ আগস্ট সারাদেশে ভর্তি হ্রাস পেয়েছে ১৮ ও ১৪ শতাংশ। ৯ আগস্ট সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ২হাজার ২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগস্টের প্রথম সাত দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৮৭৯ জন। এদিকে, ঢাকা উত্তর সিটির পর আজ দক্ষিণ সিটিতেও মশার নতুন ওষুধ ব্যবহার শুরু হবে।