ডেঙ্গুতে তিন জনের মৃত্যু

প্রকাশঃ ২০১৯-০৯-১০ - ১৩:২১

ইউনিক ডেস্ক : ডেঙ্গুতে কুষ্টিয়া, কিশোরগঞ্জ ও মাদারীপুরে তিনজনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মিনা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শুক্রবার স্থানীয়ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে হাসপাতালে র্ভতি হন তিনি। কুষ্টিয়ার সিভিল সার্জন রওশন আরা মৃত্যুর বিষয় নিশ্চিত করছেন। মিনা খাতুনের বাড়ি ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটা গ্রামে।

গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০ জন। চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন। আর, এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮০৫ জন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে সিদ্দিক (৫৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। গত মধ্যরাতে তার মৃত্যু হয়। মৃতের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর এলাকার কবিরাজপুর গ্রামে। গতকাল সকালে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানের কর্তব্যরত ডাক্তার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে রাতেই তার মৃত্যু হয়।

ফরিদপুরে গত ২৩ আগষ্ট থেকে এ পর্যন্ত ২২২৩ জন ডেঙ্গু রোগে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে, ১৬৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘন্টায় ৩৫ জন ভর্তি হয়েছে। বর্তমানে জেলায় ২৩০ জন ভর্তি রয়েছে।