ডেঙ্গু: ঢাকা মেডিক্যালে নারীর মৃত্যু

প্রকাশঃ ২০১৯-০৮-১৫ - ১৩:৪৫

ঢাকা অফিস : ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ঢাকা মেডিক্যালে এক নারীর মৃত্যু হয়েছে। ২৫ বছর বয়সী ওই নারীর নাম মৌসুমী আক্তার। এছাড়া, ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯শ ২৯জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকালের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে ৪৯ জন।

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, গত কয়েকদিনে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কমেছে। এছাড়া, সরকারের সমন্বিত উদ্যোগের কারণে শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশও করেন তিনি। তিনি বলেন, ‘ঈদ ও ঈদের পরবর্তী সময়ে আমাদের কাছে মনে হচ্ছে রোগীর চাপ একটু কম। তবে, রোগীর পরিমাণ বাড়বে কিনা তা আগামী সপ্তাহ দেখলেই বোঝা যাবে। চিকিৎসা সেবার জন্য যে সকল রোগী আসছে তাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে চাপ কম।’