ঢাকায় দেবের বিরুদ্ধে মানববন্ধন!

প্রকাশঃ ২০১৭-১১-২৭ - ১১:৪৩

বিনোদন ডেস্ক : দেব ঢাকায় এলেই মানববন্ধন করবেন ঢালিউড চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাস। কারণ দেব অভিনীত ভারতীয় ছবি ‘ককপিট’ ও ‘চল পালাই’ একই দিনে মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে। ‘ককপিট’ ছবিটির প্রচারণার জন্য আগামি ৫ ডিসেম্বর দেবের ঢাকায় আসার কথা রয়েছে। ‘ককপিট’ ছবিটি যদি দেশে মুক্তি পায় তাহলে তাদের ‘চল পালাই’ ছবিটি সাফল্যে বাধাগ্রস্ত্ম হবে বলে ‘চল পালাই’ ছবির পরিচালক ও কলাকুশলীরা মনে করেছেন। এ প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, শিল্পীরা যখন দেশীয় সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করছেন ঠিক ওই সময় কলকাতার ছবি, ভাষা ও সংস্কৃতি প্রচার চালানো হচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি সমৃদ্ধ হলেও আমাদের ঐতিহ্য নষ্টে দেশের কিছু অসৎ মানুষ কাজ করছে। বাংলাদেশের মানুষ সবসময় কলকাতার চলচ্চিত্র বয়কট করে যাচ্ছে। তাদের কোনো ছবি ব্যবসা করতে পারেনি। আমাদের দেশের ছবি দর্শক হলে গিয়ে দেখতে পছন্দ করেন। তাই আমাদের দেশের চলচ্চিত্র বাঁচাতে দেব ঢাকায় এলে তার বিরম্নদ্ধে মানববন্ধন করব। আগে দেশের চলচ্চিত্র, তারপর অন্য কিছু।’ ‘ককপিট’ ও ‘চল পালাই’ আগামি ৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। ২০১৬ সালে সাফটা চুক্তির আওতায় ওই দিন ‘ককপিট’ বাংলাদেশে মুক্তি পাবে। অন্যদিকে বাংলাদেশের ‘ধ্যাৎতেরেকি’ ছবিটি কলকাতায় মুক্তি পাবে।