তালায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১৬ লক্ষ টাকার ক্ষতিসাধন

প্রকাশঃ ২০১৯-০৯-১৩ - ১৯:২৬

সেলিম হায়দার, তালা : পূর্বশত্রুতার জের ধরে তালা উপজেলার লক্ষণপুর এলাকায় একটি মাছের ঘেরে দূর্বৃত্তদের বিষ প্রয়োগে ১৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার লক্ষণপুর এলাকায়। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, তালা উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত আনোয়ার আলী মল্লিকের ছেলে সিদ্দিকুর রহমান মল্লিকের ৩০ বিঘার মৎস্য ঘেরে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে একদল দূর্বত্ত বিষ প্রয়োগ করে। এতে তার গলদাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৬ লক্ষাধিক টাকার মাছ মরে গেছে। এ ঘটনায় সিদ্দিকুর রহমান জানান, স্থানীয় কামাল সরদার ও রবিউল ইসলাম গংদের সাথে দীর্ঘদিন ধরে তার জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতা ছিল। তারই জের ধরে তারা এ ঘটনা ঘটাতে পারে।
তালা থানার ওসি মেহেদী রাসেল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টির তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।