তালুকদার খালেকের তথ্য গোপন অভিযোগের শুনানি আজ

প্রকাশঃ ২০১৮-০৪-১৮ - ১০:১৬

খুলনা : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর আনা হলফনামায় তথ্য গোপনের অভিযোগের শুনানি আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল বোর্ডের প্রধান বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এ শুনানি গ্রহণ করবেন।
সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নজরুল ইসলাম মঞ্জু আপিল করেন। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ শুনানি হবে। শুনানিতে রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক এবং বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
শুনানির বিষয়টি নিশ্চিত করে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেন, অভিযোগ যেহেতু এসেছে, শুনানি শেষে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সোমবার বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু হলফনামায় আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিলের দাবি জানান।