দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয় সর্বোচ্চ বাংলাদেশের

প্রকাশঃ ২০১৭-১০-১৫ - ২৩:৫৬

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহটা ছিল ২৫১ রানের। ২০০৭ সালে প্রভিডেন্স স্টেডিয়ামে ৮ উইকেট হারিয়ে এই পুঁজি গড়েছিল টাইগাররা। এবার তারা ছাড়িয়ে গেছে সেটিকে। গতকাল রবিবার কিম্বারলিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটে ২৭৮ রানের পুঁজি গড়েছে মাশরাফি বিন মর্তুজার দল। প্রায় ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহের ম্যাচটি ৬৭ রানে জিতেছিল বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে ওইটাই ছিল বাংলাদেশের একমাত্র আড়াইশোর্ধ স্কোর। এবার দ্বিতীয়বারের মত আড়াইশ পার করলো টাইগাররা। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা দুইশ পার করা সংগ্রহ গড়লো পঞ্চমবারের মত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার দিন দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহীম।