দলিত স্কুলের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শুরু

প্রকাশঃ ২০১৮-০৪-১৭ - ১৯:৩৭

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত-এর আয়োজনে ৩দিন ব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার চুকনগরস্থ দলিত হাসপাতাল মিলনায়তনে দলিত শিক্ষা কর্মসূচীর লিটেিরসী প্রোগ্রাম ফর মার্জিনালাইজ্ড কমিউনিটি প্রকল্পের আওতাধীন তালা ও পাইকগাছা উপজেলার ১২টি এবং এডুকেশন সাপোর্ট প্রোজেক্ট ফর এইড অব দলিত কমিউনিটি প্রকল্পের আওতাধীন খুলনা সদর, ডুমুরিয়া ও কেশবপুর উপজেলার ১১টি দলিত স্কুলের মোট ২৩ জন শিক্ষক নিয়ে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দলিত-এর প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুুমরিয়া উপজেলা শিক্ষা অফিসার জি.এম. আলমগীর কবীর। প্রধান অতিথি তার বক্তব্যে প্রাথমিক শিক্ষার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য উপস্থাপন করেন এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা প্রদান করেন। উদ্বোধনী দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ দাস। এছাড়া কেস স্টাডি ও ডকুমেন্টারী বিষয়ে ক্লাশ পরিচালনা করেন দলিত-এর স্পন্সরশীপ অফিসার সুজান্না লোপা বাড়ৈ ও সিডিও বিপ্লব মন্ডল । উক্ত প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন চুকনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র মন্ডল, সিডিও নেপাল চন্দ্র দাশ, সিডিও চিন্তা রানী দাস। সিডিও উত্তম দাসের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি আগামী ১৯ এপ্রিল পর্যন্ত চলবে।