দাকোপের গড়খালী খালের বাঁধ উন্মুক্তের দাবী

প্রকাশঃ ২০১৯-০৭-১০ - ১৯:০০

দাকোপ প্রতিনিধি : দাকোপের ৭নং তিলডাঙ্গা ইউনিয়নের গড়খালী এলাকায় বিভিন্ন খালের বাঁধ উন্মুক্ত করার দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দুইশতাধিক কৃষকের স্মারক লিপি প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ৭নং তিলডাঙ্গা ইউনিয়নের গড়খালী,সত্যপীর,কাঁকড়া বুনিয়া গ্রামের প্রায় ২শতাধিক কৃষকের স্বাক্ষর সম্বলিত প্রদত্ত স্মারকলিপি সুত্রে জানাগেছে,তিলডাঙ্গা ইউনিয়নের ৬নং গড়খালী গেট সংলগ্ন সত্যপীর খাল, কাঁকড়া বুনিয়া খাল এবং ৬নং গেটের খাল দিয়ে উক্ত এলাকার হাজারো কৃষকরা বহু বছর ধরে তাদের আমন ফসলের জমিতে স্বেচ ব্যবহার করে আমন ফসল উৎপাদনসহ মৎস্য চাষাবাদ করে আসছে। উল্লেখ্য ৬নং গেটের খাল দিয়ে বৃহত্তর গড়খালীর ১নং,২নং এবং ৩নং ওয়ার্ডের পানি সরবরাহ হয়ে থাকে। বর্তমানে তিলডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন তিনি ৬নং গেটের খালে আড়া আড়িবাঁধ দিয়ে এবং নেটপাটা দিয়ে সত্যপীর,নলডাঙ্গা,কাঁকড়া বুনিয়া,গড়খালী,আধার মানিকের পানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় এলাকায় ধান ও মাছ উৎপাদনে বিঘ্ন সৃষ্টি করেছেন। এ বাঁধ দ্রুত অপসারণ করার দাবীতে  বুধবার গড়খালী,সত্যপীর,কাঁকড়া বুনিয়া গ্রামের প্রায় ২শতাধিক কৃষকের তাদের স্বাক্ষর সম্বলিত এক স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নারায়ন চন্দ্র সরকার, তন্ময় সরকার, নির্মল চন্দ্র সরকার, বিনয় কৃষ্ণ রায়, সুব্রত সানা, মনোতোষ সরদার, কংকর সানা, নিহার রায় ,মনতোষ সানা প্রমুখ।