দাকোপের পানখালীতে গ্রাম আদালত বিষয়ক র‌্যালী অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৭-১১-১৯ - ১৯:১০

দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সহযোগীতায় গ্রাম আদালত বিষয়ক গনসচেতনতা মুলক র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০ টায় এ উপলক্ষ্যে উপজেলার ১ নং পানখালী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ব্যানার ফেস্টুন প্লাকার্ডসহ এক বর্ণাঢ্য র‌্যালী এলাকা পরিদর্শন করে। পরবর্তীতে পরিষদচত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ আব্দুল কাদের। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মঞ্জুরুল হাসান মাসুদ, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আজগর হোসেন ছাব্বির, ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী ফরিদ আহমেদ, পানখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি স্বপন কুমার সরকার, ইউপি সদস্য জ্যোতি শংকর রায়, শাহাবুদ্দিন মোল্যা, কোহিনুর বেগম বিউটি, শাহিনুর বেগম, দ্বীপ্তি বাওয়ালী, সঞ্জিব বালা, আবুল কালাম আজাদ, লাভলু গাজী, খোরশেদ আলম শেখ, আনন্দ মোহন সরদার, এফ ফজলুল করিম, ওয়েভ ফাউন্ডেশনের অনিশা ব্যানার্জী, আলিমুজ্জামান শেখ প্রমুখ। উল্লেখ্য গতকাল দাকোপের ৯ টি ইউনিয়নে একযোগে গ্রাম আদালত বিষয়ক অনুরুপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।