দাকোপে আন্ত ইউনিয়ন স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০২-০৪ - ২০:৪১

দাকোপ প্রতিনিধি : দাকোপের পানখালী ও তিলডাঙ্গা ইউনিয়নের পৃথক দুটি বিদ্যালয়ে আন্ত ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় খোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পানখালী ইউনিয়নের আন্ত ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আ’লীগ সভাপতি স্বপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম, খুলনা জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্জয় কুমার মন্ডল, চালনা পৌরসভার প্যানেল মেয়র এস এম আব্দুল গফুর, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আজগর হোসেন ছাব্বির। বক্তৃতা করেন শিক্ষক সমিতির সভাপতি শফিউল আজম সেলিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইউনুছ আলী টিটো প্রমুখ। এর আগে প্রধান অতিথি আলহাজ্ব শেখ আবুল হোসেন তিলডাঙ্গা ইউনিয়নের হামিদা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুরুপ এক অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাওলাদ হোসেন, সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, আ’লীগনেতা নিত্যুরঞ্জন কবিরাজ, জ্যোতি শংকর রায়, ইকবল হোসেন, প্রধান শিক্ষক সেলিম রেজা, গাজী আঃ গনি, গাজী মুজাহিদুল ইসলাম, আশুতোষ গোলদার, গাজী রবিউল ইসলাম, নিহার রঞ্জন সরকার, স্বপন কুমার মন্ডল, আইয়ুব আলী গাজী, বিধান চন্দ্র ঢালী প্রমুখ।