দাকোপে ইফার সুপার ভাইজারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

প্রকাশঃ ২০১৮-১০-২০ - ১৮:৪১

আজগর হোসেন ছাব্বির, দাকোপ : দাকোপে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার নুরুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। তার এই অনৈতিক কাজে সহযোগীতা করছে সাধারন কেয়ার টকার ইয়াদুল ইসলাম, দু’জন মিলে একে অপরের পরিপূরক হিসেবে নানা অপকর্ম করে চলেছে।
অনুসন্ধানে জানা যায় ইফার মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের কেন্দ্র পরিদর্শনের সময় ফিল্ড সুপার ভাইজার নুরুল ইসলাম ইয়াদুলকে সংগে নিয়ে বিভিন্ন এলাকায় কেন্দ্র পরিদর্শনে যেয়ে মটর সাইকেলের তৈল খরচ বাবদ ৫০-৫০০ টাকা পর্যন্ত আদায় করছে। কারো কারো কাছ থেকে নেওয়া হচ্ছে সুন্দরবনের মধু। আবার আপ্যায়নে রাখতে হচ্ছে দেশী মোরগ। কেন্দ্র শিক্ষকরা নানা ভয়ভীতি অথবা চাকুরী হারানোর ভয়ে এ সব অনৈতিক আব্দার নীরবে মেনে নিতে বাধ্য হচ্ছে। জানা যায় গত ৯ অক্টোবর নলিয়ানে দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসার কেন্দ্র মনিটরিং কমিটির রেজুলেশন করার সময় সুপারভাইজার নুরুল ইসলাম ইয়াদুলকে কমিটিতে অন্তভ’ক্তি করার জন্য কৌশলী যুক্তি উপস্থাপনসহ নানা ভাবে চাপ সৃষ্টি করে। এ সময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির আপত্তি জানিয়ে বলেন, অন্য এলাকার কেয়ারটেকার কেন এ কমিটিতে থাকবে ? এখানেতো কেয়ারটেকার আছে। তিনি বলেন আমাদের এলাকার মাদ্রাসা আমরা সবাই মিলে দেখবো। এ ছাড়াও তার বিরুদ্ধে কেন্দ্র স্থানান্তর করার সুযোগ নিয়ে উৎকোচ নেওয়ার অভিযোগ আছে। জানা যায় সংসদ নির্বাচনে বিশেষ এক প্রার্থীর পক্ষে শো-ডাউন সভা সমাবেশে অংশ নেওয়ার অভিযোগ আছে ইয়াদুলের বিরুদ্ধে। তাদের এ ধরনের অপতৎপরতায় প্রতিষ্ঠানটির ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে এমনই অভিমত সচেতন মহলের। এলাকাবাসী এ বিষয়ে ইফার উর্দ্ধর্তন কর্ত্তপক্ষের দৃষ্টি আকর্ষন করেছে।