দাকোপে ওয়াটসন কমিটির সংলাপ অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৯-০৪-৩০ - ১৮:৫৩

দাকোপ প্রতিনিধি : দাকোপে ইউনিয়ন ওয়াটসন কমিটির উন্নয়নে সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন (সিভিএ) প্রক্রিয়ায় প্রাপ্ত তথ্য ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের সহযোগীতায় মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব দাশের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, নবযাত্রা প্রকল্পের উপজেলা ফিল্ড অফিস ম্যানেজার মাহবুবুর রহমান, সুশীলনের কো-অডিনেটর আব্দুল রাজ্জাক শাহ, দাকোপ প্রেসক্লাবের সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, নবযাত্রা প্রকল্পের কর্মকর্তা স্টিফেন হেনরম, টেকনিক্যাল কর্মকর্তা স্বপ্না নাগ, ভিডিসি’র সভাপতি স্বপন সরকার, জ্যোতিশংকর রায়, কিশোর-কিশোরী দলের তাহেরা খাতুন, সারাফাত হোসেন সবুজ, রাহুল রায় সহ উপজেলার সিভিএ ও ভিডিসি’র প্রতিনিধি গন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সেবাগ্রহন কারী ও সেবা প্রদানকারীদের নিয়ে সংলাপ  থাকলেও অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের কোন কর্মকর্তা না থাকায় উপস্থিত বক্তারা সমালোচনা করেন এবং চাহিদার তুলনায় পানির ট্যাক ও স্যানিটারী লাট্রিন ইউনিয়ন পর্যায়ে কম সরবরাহ থাকায় ঐ সকল এলাকায় বেশী বেশী পানির ট্যাংক ও স্যানিটারী লাট্রিন বিতরণের জোর দাবী উঠে আসে।