দাকোপে খাদ্য বিতরন অনুষ্ঠানে এমপি ঝর্ণা

প্রকাশঃ ২০২০-০৪-০১ - ২০:০৮

আজগর হোসেন ছাব্বির : দেশে চলমান করোনা ভাইরাসের এই ভয়াবহ দূর্যোগে মানুষ যাতে খাদ্য অভাবে না থাকে সে জন্য শেখ হাসিনার সরকার সামার্থ্যরে সব টুকু দিয়ে মানুষের পাশে থাকার ঘোষনা দিয়েছেন। তারই অংশ হিসাবে সারা দেশে দরিদ্র শ্রমজীবি মানুষের মাঝে চাল ডালসহ খাদ্য সামগ্রী বিতরন চলছে। সরকারী প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ অসহায় মানুষের পাশে থেকে স্বচ্ছতার সাথে বিতরন কার্যক্রমে সহায়তা করবে।
বুধবার বেলা ১১ টায় দাকোপের কামারখোলা ইউনিয়নে করোনা মোকাবেলায় খাদ্য সামগ্রী বিতরনকালে প্রধান অতিথির বক্তৃতায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডঃ গ্লোরিয়া সরকার ঝর্ণা এ কথা বলেন। ইউনিয়নের কালীনগর বাজারে বিতরন কার্যক্রম শুরু করে সরকারের নির্দেশনা অনুযায়ী বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে কথা বলেন দাকোপ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌর আ’লীগনেতা শিপন ভূইয়া, ইউপি সদস্য বিথীকা রায়, সুধা রানী হালদার, আঃ সাত্তার সানা, সুশংকর বাছাড় চিকন, ননী গোপাল মাঝী প্রমুখ। সেখানে ইউনিয়নের সাড়ে ৪ শ’ পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি আলু এবং ৫০০ গ্রাম করে ডাল বিতরন করা হয়।