দাকোপে জবাইকৃত হরিণ উর্দ্ধার

প্রকাশঃ ২০১৭-০৯-০৮ - ১৮:৫০

দাকোপ প্রতিনিধি : সুন্দরবন পশ্চিম বনবিভাগের নলিয়ান রেঞ্জের আওতাধীন কালাবগী ঝুলন্তপাড়া থেকে জবাইকৃত ১টি হরিণ ও হরিণ শিকারের কাজে ব্যবহ্নতফাঁদসহ অন্যান্য মালামাল জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোর রাতে কোস্টগার্ড অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। এ ঘটনায় কেউ আটক হয়নি বলে জানা গেছে। কোস্টগার্ড পশ্চিম জোনের নলিয়ান স্টেশনের পেটি অফিসার (সিসি) জাহাঙ্গীর আলম জানান, সুন্দরবনের অভ্যান্তর থেকে অবৈধ হরিণ শিকারীচক্র ফাঁদ পেতে হরিণ শিকার করে শিবসা নদীপথে কালাবগী ঝুলন্তপাড়ায় উঠছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় শিবসা নদীর পূর্বপাড় কালাবগী ঝুলন্তপাড়া নামক স্থান থেকে হরিণ শিকারীদের একটি নৌকা জব্দ করে। অভিযানের বিষয়টি টের পেয়ে চক্রটি পালিয়ে যায়। উক্ত নৌকায় তল্লাশী করে সুন্দরবনের জবাইকৃত ১টি হরিণ (আনু:৪০ কেজি মাংস) উর্দ্ধার হয়। পরবর্তীতে স্থানৗয় লোকজন ও বনবিভাগের সদস্যদের উপস্থিতিতে পুড়িয়ে ভস্মিভ’ত করা হয়। এছাড়াও নৌকা থেকে ১০০ হাত হরিণ শিকারের ফাঁদ, ১টি কুড়াল, ১টি দা ও ২টি টর্চ লাইট জব্দ করা হয়। পরবর্তীতে উর্দ্ধারকৃত মালামাল কালাবগী বনবিভাগের হস্তান্তর করা হয়। অভিযানে সহযোগীতা করেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের কালাবগী স্টেশনের বনরক্ষী মিঠু, ফারূক, মোসলেম ও কোস্টগার্ড সদস্য শফিকুল, কবির ও আলমগীর।এ বিষয়ে কালাবগী স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ বলেন, আটক হওয়া মালামাল জব্দ করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা নং- ০৫, তাং:৭/০৮/২০১৭। আর মাংস গুলো পুড়িয়ে ফেলা হয়েছে।