দাকোপে জীবন্ত ‘মা’ এর পূজা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৯-১০-০৯ - ১৮:৫১

দাকোপ প্রতিনিধি : সদ্য সমপ্ত হওয়া শারদীয়া দুর্গাপূজায় দাকোপের লাউডোব বানীশান্তা সার্বজনীন দূর্গাপূজা মন্দিরের উদ্যোগে এ বছর দূর্গা প্রতিমার পাশাপাশি জীবন্ত প্রতিমা (নিজ মা) এর ব্যতিক্রম পূজা অনুষ্ঠিত হয়েছে। দুর্গা মন্দির সুত্রে জানাগেছে,গত সোমবার রাতে লাউডোব বানীশান্তা সার্বজনীন দূর্গাপূজা মন্দিরে মহানবমীর দূর্গাপুজায় স্থানীয় স্কল,কলেজ পড়–য়া শিক্ষার্থীরা দূর্গা প্রতিমার পাশাপাশি নিজ “মা”এর চরণ ধুয়ে,মা’কে প্রনাম করে মায়ের মুখে মিষ্টি তুলে দিয়ে পূজা করায় এবং জীবন্ত মাও তাদের ছেলে মেয়েদের মুখে মুষ্টি তুলে তাদেরকে আশির্বাদ করায় এ মন্দিরে দূর্গা প্রতিমার পাশাপাশি জীবন্ত প্রতিমা (নিজ মা) এর ব্যতিক্রম পূজা অনুষ্ঠিত হওয়ায় এলাকায় বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছেন।স্থানীয়রা বলেন,প্রতি বছর এ ভাবে দূর্গা প্রতিমা মায়ের পাশাপাশি যদি জীবন্ত মা (নিজ মা)এর পূজা অনুষ্ঠিত হয় তা হলে মানুষের মাধ্যে মাতা পিতা প্রতি ভক্ত শ্রদ্ধা বৃদ্ধি পাবে। এ সময় এলাকার গন্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমলেন্দু বিশ্বাস, সুকল্যান রায়, সুরঞ্জন মন্ডল, মধুসুধন রায়, নির্মলেন্দু কয়াল, সূভাষ চন্দ্র মন্ডল, পরিমল বিশ্বাস,কাজল মন্ডল,লাবণী রায় প্রমুখ।